বাড়িতেই বানান রসে-ভরপুর নরম-তুলতুলে সুজির রসবড়া

সুজির রসবড়া তৈরি করতে লাগবে সুজি, ঘি, গরুর দুধ, গুঁড়ো দুধ, চিনি, সাদা তেল

প্রথমে কড়ায় একটা প্যান বসিয়ে তাতে একচামচ ঘি দিয়ে গরম করে নিন। তারপর হাফ কাপ মত সুজি দিয়ে আঁচ কমিয়ে ভাজতে থাকুন।

সুজি ভাজা হয়ে গেলে, এককাপ মত গরুর দুধ দিয়ে নেড়েচেড়ে সবটাকে মিশিয়ে ময়দা মাখার মত একটা ডো বানিয়ে নিতে হবে।

এই ডো-টা কড়া থেকে নামিয়ে ২ চামচ মত গুঁড়ো দুধ মিশিয়ে একবার মেখে নিতে হবে।

সুজি মাখা তৈরি হয়ে গেলে হাতে করে ছোট ছোট লেচি করে গোল পাকিয়ে হাতে করে চেপে বড়ার মত বানিয়ে নিতে হবে।

এবার ফ্রাইং প্যানে এক কাপ চিনি ও এককাপ জল দিয়ে ফুটিয়ে, এতে দুটো এলাচ দিয়ে ৩ মিনিট মত ফোটালেই সিরা তৈরি।

এরপর অন্য একটা কড়ায় সাদা তেল গরম করে বড়াগুলোকে লালচে করে উল্টে পাল্টে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে কড়া থেকে তুলে সোজা সিরার মধ্যে দিয়ে দিন।

সিরায় দিয়ে ৪৫-৬০ মিনিট রেখে দিলেই নরম তুলতুলে সুজির রসবড়া একেবারে তৈরি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন