একলাফে কমবে গ্যাস খরচ, ছোট্ট কাজেই কিস্তিমাত... !

নতুন সিলিন্ডার লাগাতে না লাগাতেই দেখা যায় গ্যাস শেষ।

চলুন জেনে নেওয়া যাক এমন কিছু স্মার্ট উপায় যেগুলি মেনে চললে গ্যাস সাশ্রয় করা সহজ হবে

রান্না শুরুর আগেই প্রয়োজনীয় সব উপকরণ হাতের কাছে গুছিয়ে নিন। এতে সময় কম নষ্ট হবে, গ্যাসও বাঁচবে।

ফ্রিজে দুধ রাখা থাকলে তা আগেভাগেই বের করে রাখুন। গলে স্বাভাবিক তাপমাত্রায় এলে তবেই গরম করুন। এভাবে ফ্রিজে রাখা অন্যান্য খাবারের ক্ষেত্রেও করতে পারেন

More Stories.

বলুন তো রুটি ফুলে যায় কেন...? ৯৯% মানুষই জানেন না আসল কারণ! আপনি জানেন?

ভেসলিন আর টুথপেস্ট ধরে রাখবে যৌবন! ঘুরতে দেবে না বয়সের কাঁটা! জানুন ম্যাজিক উপায়

হু হু করে করে কমবে ওজন...! ১ মাস ঠিক 'এইভাবেই' খান ইসবগুলের ভুসি

z

চেষ্টা করুন ঢেকে রান্না করার। এতে খাবার তাড়াতাড়ি সেদ্ধ হবে, সময় ও গ্যাস দুটোই বেঁচে যাবে।

প্রেশার কুকারে রান্না করুন। তাতে সময় ও গ্যাস দুই বাঁচে। এতেও গ্যাস সাশ্রয় হবে।

রান্নায় জল ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকবেন। একগাদা জল দিলে তা কমাতে সময় লাগবে।

গ্যাস বার্নারের আঁচ মিডিয়ামে রেখে রান্নার চেষ্টা করুন। বেশি আঁচে রান্না করলে খাবার সেদ্ধ হওয়ার আগেই পুড়ে যায়

খেয়াল রাখুন রান্নার পাত্রের দিকেও। যে পাত্রে রান্না করবেন সেটির মাপ যেন সঠিক হয়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন