ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত, মুখোমুখি অস্ট্রেলিয়া

দীর্ঘ ১২ বছর পর আশা জাগাচ্ছে ভারতীয় ক্রিকেট দল

আর সেই বিশ্বকাপ জ্বরে বুঁদ হয়ে রয়েছে বাঁকুড়া শহর

বিক্রি হচ্ছে জার্সি এবং জাতীয় পতাকা

ক্ষুদে ক্রিকেটাররা জমা হচ্ছেন সেই দোকানে

কেউ নিচ্ছেন একটি জার্সি আবার কেউ নিচ্ছেন একাধিক

লাগানো হয়েছে সকলের প্রিয় ভারতীয় ক্রিকেট দলের পোস্টার

২ বিল্ডিং এর মাঝে লাগানো হয়েছে অতিকায় জাতীয় পতাকা

আলাদা করে পোস্টার লাগানো হয়েছে রোহিত- বিরাট এবং বুমরাহর

বিশ্বকাপ জ্বরে কাঁবু ৮-৮০ সকলে