বাড়িতে পায়রার বাসা বাঁধা শুভ না অশুভ! কী বলছে বাস্তুশাস্ত্র?

বাড়িতে অনেকসময়েই নানা ধরনের পাখি বাসা বাঁধে৷ তেমনই একটি পাখি হল পায়রা৷ হামেশাই অনেকের বাড়িতে নিজের বাসা তৈরি করে নেয়  পায়রা৷

পায়রাকে সুখ ও শান্তির প্রতীক বলে মনে করা হয়৷ তবে আপনার বাড়িতে পায়রা বাসা তৈরি করলে তা ভবিষ্যতের জন্য অন্য কিছু ইঙ্গিত দেয়৷ বাস্তুশাস্ত্র মতে, পায়রা বাড়িতে বাসা বাঁধা শুভ না অশুভ তা সবার আগে জেনে নেওয়া দরকার৷

শাস্ত্র মতে, বাড়িতে পায়রা আসা শুভ বলে মানা হয়৷ কিন্তু পায়রা বাড়িতে বাসা বাঁধলে তা অশুভ বলে মনে করা হয়৷ বাড়িতে পায়রার বাসা থাকলে তা অশুভ লক্ষণ ৷

শাস্ত্র মতে, বাড়িতে পায়রা বাসা বাঁধলে দুর্ভাগ্য পিছু ছাড়ে না৷  পায়রার বাসা বাড়ি থেকে না সরালে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে৷ এবং আর্থিক দিকে খারাপ প্রভাব পড়তে পারে৷

পায়রা বাড়িতে বাসা করলে সুখ-সমৃদ্ধিতেও বাঁধা আসতে পারে৷ তাই পায়রা বাড়িতে আসলে দানা শস্য খাওয়াতে পারেন জলও দিতে পারেন কিন্তু পাকাপাকি ভাবে থাকলে তা বাড়ির জন্য মঙ্গল নয়৷ম্যাগনেসিয়াম হৃৎপিণ্ড ও পেশিকে ভাল রাখে৷

বাস্তু অনুসারে, বাইরে যাওয়ার সময় যদি আচমকা আপনার ডান দিক দিয়ে পায়রা উড়ে যায়, তা মোটেই শুভ নয়৷

তাই পায়রা বাড়িতে আসলে কোনওভাবেই যেন বাসা না বাঁধে সেদিকে খেয়াল রাখা দরকার৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

Cholesterol