দুধ, ছানা নয় বেসনেই হবে বাজিমাত! বাড়িতেই বানান বাঁকুড়ার মেচা সন্দেশে

ছানা দিয়ে নয়, এই মিষ্টি তৈরী হয় বেসন দিয়ে

সামান্য বেসন দিয়েই বাজিমাত বাঁকুড়ার মেচা সন্দেশের 

কীভাবে বানাবেন? 

প্রথমে বেসনের গাঠিয়া বানিয়ে সেটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে

তারপর ছানা এবং চাঁচি মিশিয়ে তৈরি করা হয় এই মেচা সন্দেশ

More Stories.

নবপত্রিকা স্নান সম্পন্ন! সপ্তমীর সকালে উৎসবের আমেজে ভাসল রাজ্যের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম

পুজোর মণ্ডপে দিল্লির লালকেল্লা! রাজধানীর নিদর্শন দেখতে উপচে পড়া ভিড়

প্রতিমার চোখ এঁকেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ! কামারপুকুরের লাহাবাড়ির দুর্গাপুজোর ইতিহাস জানেন কি?

স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই কম চিনির মেচাকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

বাঁকুড়া জেলার নামের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে মেচা সন্দেশের নাম।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন