দিঘার কাছে সরকারি ফার্ম হাউসে কাটান শীতের ছুটির দিনগুলি

শীতের পিকনিক হোক বা ছুটি কাটাতে, বারবার দিঘা না গিয়ে দিঘার মতোই অন্য একটি অপূর্ব জায়গা ঘুরে আসতে পারেন

দিঘার কিছুটা আগেই সরকারি ফার্ম হাউসে বিশ্রাম নিয়ে আবার দিঘার উদ্দেশ্যে রওনা দিন

দিঘা যাওয়ার পথে সরকারি উদ্যোগে তৈরি হয়েছে বিশাল জায়গা জুড়ে ফার্ম হাউস

কলকাতা থেকে দিঘা যাওয়ার রাস্তায় জাতীয় সড়কের পাশে তৈরি হয়েছে ডব্লিউ বি সি এ ডি এর সি ফার্ম হাউস

মারিশদা থানা এলাকার ইড়িঞ্চি ক্যানেলের ধারে গড়ে ওঠা ইকো অ্যান্ড ন্যাচারাল হাব

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীনে সিএডিসি তমলুকের উদ্যোগে গড়ে উঠেছে এই ফার্ম হাউস

ৃকটেজে রয়েছে ডুপ্লেক্স রুম

ডুপ্লেক্স রুমের ভাড়া আড়াই হাজার টাকা প্রতিদিন