বাসের কন্ডাক্টররা আঙুলের ফাঁকে টাকা কেন রাখেন জানেন?

বাস কন্ডাক্টরদের ব্যাগ থাকলেও আমরা দেখি যে কিছু নোট তাঁরা হাতের ফাঁকে রেখে দেন। 

ব্যাগের মধ্যে বাকি নোট এবং খুচরো পয়সা রাখেন। 

সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্ম quora-তে একজন এই বিষয়ে প্রশ্ন করেছিলেন।

বাসে অনেক যাত্রী আবার বড় নোট দিয়ে থাকেন। ফলে কন্ডাক্টরদের মাঝে মধ্যে খুচরো করতে হয়

তাই কন্ডাক্টররা ১০০, ৫০, ২০ এবং ১০ টাকার নোটগুলি হাতের আঙুলের ফাঁকে রেখে দেন। 

More Stories.

১ টাকাও খরচ হবে না, কিন্তু আয় করবেন ৪ লাখ টাকা, এই ব্যবসাগুলিতে বিপুল লাভ

সন্তান দত্তক নিতে চান! জেনে নিন সঠিক নিয়ম কানুন

কোনও ঝুঁকি নেই, নেই কোনও টেনশন! পোস্ট অফিসের এই স্কিমে রিটার্ন মেলে দ্বিগুণ

এতে করে টাকা লেনদেনে সুবিধা হয় তাঁদের।

কলকাতার কন্ডাক্টরদের মধ্যেই এমন রেওয়াজ দীর্ঘদিন চলে আসছে। 

বেসরকারি বাসগুলিতে এমন ছবি দেখা যায়। সরকারি বাসে সাধারণত এমন ছবি খুব কম থাকে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন