এই কাহিনি পৃথিবীর বুকে জীবন্ত 'এলিয়েনের'। নাম অ্যান্থনি লোফ্রেডো। যিনি 'ব্ল্যাক এলিয়েন' নামে পরিচিত।

ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন নিয়ে অনেক মিথ প্রচলিত আছে। কেউ বলে অন্য গ্রহে প্রাণ আছে, আবার কেউ বলে নেই।

তবে সখ মানুষকে দিয়ে কী না করায়। তার প্রমাণ হলেন অ্যান্থনি। দীর্ঘ সময়ে নিজেকে এলিয়েনে পরিণত করেছেন ফরাসী ব্যক্তি।

সারা শরীরে নানা রকমের ট্যাটু করিয়ে তা এলিয়েনদের মত রূপ দিয়েছেন বছর ২৮-এর এই যুবক। কষ্টও সহ্য করতে হয়েছে অনেক।

ভিনগ্রহীতে নিজেকে পরিণত করার জন্য অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন নাক, কান ও হাতের দু’টি আঙুলও। এখনও পুরো সন্তুষ্ট নন তিনি।

লফ্রেডো দাবি করেছেন যে তিনি তার চোখের বলের রং একাধিকবার পরিবর্তন করেছেন। দাঁত বেগুনি ধারালো এবং রঞ্জিত করেছেন।

নিজের শরীরের এতটা পরিবর্তন করতে গিয়ে কম টাকা খসাতে হয়নি অ্যান্থনিকে। এখনও পর্যন্ত ২৪ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন।

তবে তার এমন সখের বিড়ম্বনাও রয়েছে। এমন সখ অনেকেই ভালোভাবে নেননি। তাকে দেখে অনেকেই ভয় পান ও বিরক্তি প্রকাশ করে।

নানা জায়গায় প্রবেশেও বাধা দেওয়া হয়। তবে এসব কিছুকে ডোন্ট কেয়ার অ্যান্থনির। নিজের সখের নেশায় মত্ত ফরাসী এই যুবক।

ইনস্টাগ্রামে ১৩ লক্ষ্য অনুগামী অ্যান্থনির। নিজের ঘনঘন ছবি ও চেহারার পরিবর্তনের নানা দিক তুলে ধরেন। তার স্বপ্ন পুরো এলিয়েন হওয়া।

নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান