মাঝরাতে ঘুম ভাঙলে কী করে ঘুম ফিরিয়ে আনবেন

মাঝরাতে যদি হঠাৎ ঘুম ভেঙে যায়, আর ঘুম আসতে না চায়

তা হলে আপনি প্রথম কী করেন, ঘড়ি দেখেন৷ এটিই সমস্যার একটি বড় কারণ৷ 

ঘুমের সময় ঘড়ি দেখলেই নিজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, 

আপনার ঘুম ভেঙে গেলে ঘড়ি দেখার অভ্যাস ছাড়তে হবে৷’

৪-৭-৮ পদ্ধতিতে ধীরে ধীরে নিজের শ্বাস-প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে৷ 

More Stories.

১ টাকাও খরচ হবে না, কিন্তু আয় করবেন ৪ লাখ টাকা, এই ব্যবসাগুলিতে বিপুল লাভ

সন্তান দত্তক নিতে চান! জেনে নিন সঠিক নিয়ম কানুন

কোনও ঝুঁকি নেই, নেই কোনও টেনশন! পোস্ট অফিসের এই স্কিমে রিটার্ন মেলে দ্বিগুণ

তাতে হৃদযন্ত্র অনেকটাই স্বাভাবিক গতিতে ফিরে আসবে৷ 

আর আপনার ঘুমও দ্রুত আসার পথ সুগম হবে৷ 

সেভিংস অ্যাকাউন্টে এই ভুলটি করলে কিন্তু বিপদ! চলে আসতে পারে আয়কর নোটিশ