প্রচুর বরফ জমে বন্ধ ফ্রিজ? এই টিপসে মিলবে প্রতিকার

ফ্রিজ থাকলে যেমন অনেক সুবিধা হয় বাড়িতে তা পরিচর্যা করতে ততই ঝামেলা পোহাতে হয়।

ফ্রিজের সমস্যাগুলোর মধ্যে অন্যতম বরফ জমে যাওয়া এবং পরে তা গলে পুরো বাড়িতে এক রকম বন্যার সৃষ্টি করা।

ফ্রিজগুলোর যা ফ্রোস্ট টাইপ তাতে সাধারণ বরফ জমা স্বাভাবিক। কিন্তু ফ্রিজের অনেক সমস্যা অসতর্কতার কারণেই হয়।

সর্বপ্রথম, সঠিক স্থানে ফ্রিজ বসানো। কিচেনে যদি এক্সহস্ট সিস্টেম ভাল না থাকে তবে ফ্রিজটি যেন কিচেনে না রাখা হয়।

More Stories.

সুজি বানাতে গিয়েই দলা হয়ে যাচ্ছে? এই সহজ ৫ নিয়মে তৈরি করুন ঝরঝরে হালুয়া

এই এক উপকরণেই পাতে পড়বে গোলবাড়ির কষা মাংস, রইল ম্যাজিক রেসিপি

দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্ব রেখে ফ্রিজের অবস্থান নির্বাচন করুন। এতে ফ্রিজের কম্প্রেসার সহজে ঠান্ডা হতে পারে।

অতিরিক্ত জিনিস ফ্রিজের ভিতরে রাখলে বাড়তি তাপ সৃষ্টি হয় ফলে ফ্রিজের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হবে। 

তাই কখন খাবার ঠাণ্ডা হবে না তো আবার কখনও বরফ জমে চাই হয়ে যাবে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন