শীতকালে কেন বেশি করে ওয়ার্ক আউট করা উচিত

শীতকালে এমনিতে বেশি করে আলস্য এসে ভিড় করে৷

কিন্তু জানেন কী, শীতকালই ওয়ার্কআউট করার উপযুক্ত সময়৷

ওয়ার্ক আউট করার ফলে শরীরে এন্ডোরফিনস নির্গত হয়৷

যা শীতকালের আলস্য ও ক্লান্তি দূর করতে বিশেষ ভাবে সাহায্য করে৷

More Stories.

'চা' তো 'চাইনিজ' শব্দ! বলুন তো হিন্দিতে চা-কে কী বলে? 'সঠিক' উত্তরটি চমকে দেবে, গ্যারান্টি!

সবুজ এই পাতায় যেন ম্যাজিক! অ্যান্টি-অক্সিডেন্ট-এ ভরপুর, পেটের ব্যথা হয় নিমেষে গায়েব

ব্লাড সুগার বশে রাখতে চান প্রাকৃতিক ভাবে? নিয়মিত পান করুন দারচিনির জল

শীতকালের ওজন বেড়ে যাওয়ার সমস্যা থেকে রোধ করে ব্যায়াম৷

নিয়মিত ওয়ার্ক আউট করলে ল্যাথার্জি ও ফ্যাটিগ অনেকটাই কমে৷

ওয়ার্ক আউট নিয়মিত করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে৷

নিয়মিত ওয়ার্ক আউট করলে ঘুমের মান বৃদ্ধি পায় অনেকটা৷