ঘরোয়া টোটকায় Hair Spa!

যে কোনও পোশাকের সঙ্গে চুলের সাজটা কিন্তু প্রয়োজনীয়। তাই দরকার চুলের যত্ন।

পার্লারের সঙ্গে বাড়িতেও নিয়মিত করুন চর্চা। তার মধ্যে সবচেয়ে জরুরি প্রতিদিন চুলে শ্যাম্পু করা। 

তাহলে চুলের গোড়ায় ঘাম জমতে পারবে না। আপনার চুল এমনিই ঝলমল করবে।

নারকেল তেল গরম করে ভাল করে মাথায় ম্যাসাজ করে শ্যাম্পু করে নিন এতেও চুল মসৃণ হবে।

More Stories.

নতুন বাসনে দামের স্টিকার? স্ক্র্যাচ ছাড়াই সেটি তোলার সেরা উপায় জেনে নিন!

কড়াইশুঁটির খোসা ছাড়াতে নাজেহাল? মাত্র ৫ মিনিটে হাতে চলে আসবে ৫ কিলো মটরশুঁটি!

গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিয়ম বদলাচ্ছে! সরকারের বড় সিদ্ধান্ত

সকালে শ্যাম্পু করে বাইরে বেড়োন। এছাড়াও ডিম ও দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন তারপর শ্যাম্পু করুন।

সপ্তাহে তিন দিন এভাবে চুলের যত্ন নিন। চুল সতেজ হবে।

নতুন বছর শুরুর আগেই তাই যত্ন নিন নিজের চুলের। প্রতি সপ্তাহ অন্তত একটাদিন চুলের জন‍্য রাখুন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন