টমেটো আসলে কী? ফল নাকি সবজি?

টমেটো ফল নাকি সবজি? এ প্রশ্নের উত্তর অনেকেই হয়তে জানেন না।

আসলে ভারতীয়দের রান্নাঘরে টমেটোর প্রবেশ হয়েছে অনেক দেরি করে। 

কারণ আগে নাকি অনেকেই টমেটোকে ফল ভেবে ভুল করেছিলেন।

টমটোর গুণ অনেক। হজমশক্তি বাড়ায় টমেটো। 

অনেকে বলেন, নিয়মিত টমেটো খেলে যৌবন অনেকদিন ধরে রাখা যায়। 

টমেটো পেটে ব্যাকটেরিয়ার হামলা থেকেও বাঁচায়। 

এমন একখানা গুণে ঠাঁসা জিনিস চিনতে এত দেরি কেন করল ভারতীয়রা!

সারা বিশ্বে প্রায় ৯ হাজার রকমের টমেটো পাওয়া যায়। 

More Stories.

বাড়ির ওয়াশ বেসিনে হলুদ ছোপ? কম খরচে ঘরোয়া টোটকা জানুন, জেদি দাগের যম এই চার উপাদান

রাতে ঘুমের আগে এই কাজ করুন, হাতেনাতে এমন ফল পাবেন, ভাবতেও পারছেন না

রোজ সকালে ১টা করে আমলকি খান, সারা বছর ডাক্তারের কাছে ছুটতে হবে না! মিলিয়ে নিন

সারা বিশ্বে প্রায় ৯ হাজার রকমের টমেটো পাওয়া যায়। 

রোজ সকালে ১টা করে আমলকি খান, সারা বছর ডাক্তারের কাছে ছুটতে হবে না! মিলিয়ে নিন