শীতে স্নান করার আগে এই কাজ করছেন তো?

ঠান্ডায় স্নান করার দিকেও বিশেষ নজর দিতে হবে।

প্রবল ঠান্ডাতে অনেকেই রোজ স্নান করেন না। আবার অনেকে স্নান করলেও অতিরিক্ত গরম জলে করেন।

শীতকালে স্নান করা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেন সকলে।

জ্বর, ঠান্ডা লাগার মতো একাধিক সমস‍্যা দেখা দেয়।

আয়ুর্বেদাচার্য রিতেশ কুমার মিশ্র জানালেন শীতে স্নান করার সময় কোন কোন নিয়মগুলি মনে রাখা অবশ‍্যই জরুরি।

 স্নানের আধ ঘন্টা আগে সারা দেহে ভাল করে সরষের তেল মালিশ করতে হবে

এ সময় শরীর যাতে সরাসরি বাতাসের সংস্পর্শে না আসে সেদিও খেয়াল রাখতে হবে।

শীতে শুষ্ক ত্বক, রুক্ষ চুলের সমাধান করবে ভিটামিন ই! খরচের চিন্তা নেই, পেয়ে যাবেন এইসব খাবারেই