কোষ্ঠকাঠিন‍্যের 'মহৌষধ' এই ফল!

আধুনিক জীবনযাত্রার একটি বড় সমস‍্যা হল কোষ্ঠকাঠিন‍্য বা কনস্টিপেশন

রাঁচির ঠাকুর হিলে অবস্থিত আয়ুর্বেদিক চিকিৎসক ভি কে পান্ডে নিদান দিলেন এই সমস‍্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়

তাঁর মতে, কনস্টিপেশন থেকে মুক্তি দিতে একটি ফল অত‍্যন্ত কার্যকরী

তিনি কোষ্ঠকাঠিন‍্যে ভুক্তভোগীদের পেঁপে খাওয়ার নির্দেশ দিয়েছেন

চিকিৎসক ভি কে পান্ডে জানালেন কোষ্ঠকাঠিন‍্য থেকে মুক্তি পেতে চাইলে সকালে খালি পেটে পেঁপে খেতে হবে

পুরো প্রায় একটা গোটা পেঁপেও খেয়ে নিতে পারেন। 

পেট ভরে পেঁপে খেতে হবে

শীতে শুষ্ক ত্বক, রুক্ষ চুলের সমাধান করবে ভিটামিন ই! খরচের চিন্তা নেই, পেয়ে যাবেন এইসব খাবারেই