কী ভাবে তাজপুর যাবেন?

সমুদ্রপ্রেমী মানুষের প্রথম পছন্দ দিঘা। তবে দিন দিন দিঘায় ভিড় বাড়ছে।

ছুটিতে নিরিবিলি একাকী বা পরিবার বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে হলে চলে আসুন তাজপুর সমুদ্র সৈকতে।

ছুটিতে নিরিবিলি একাকী বা পরিবার বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে হলে চলে আসুন তাজপুর সমুদ্র সৈকতে।

পর্যটকেরা সমুদ্র সৈকতে ঝাউবনের মধ্যে হারিয়ে যেতে চাইলে তাজপুর সমুদ্র সৈকত হাতছানি দিয়ে ডাকছে

মন্দারমনি ও শংকরপুর সমুদ্র সৈকতের মাঝে অবস্থিত তাজপুর সমুদ্র সৈকত। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক থেকে দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার।

বাস বা ট্রেন দুটোতেই পৌঁছানো যায় তাজপুর সমুদ্র সৈকতে। মেচেদা থেকে দিঘাগামী বাসে করে বালিসাই-এ নেমে সেখান থেকে টোটো, ভ্যান এবং গাড়ি পাওয়া পাওয়া যায় তাজপুর সমুদ্র সৈকত যাওয়ার

দিঘা হাওড়া রেলপথের দিঘাগামী এক্সপ্রেস ও লোকাল ট্রেনে রামনগর রামনগর স্টেশনে নেমে টোটো ভ্যান রিক্সা অটো ও ছোট গাড়ি করে তাজপুর সমুদ্র সৈকত যাওয়া যায়

রান্নাঘরের এই সবজি ডায়াবেটিসের যম! কমায় কোলেস্টেরল, চোখ আর হার্টকেও ভাল রাখে