ওজন কমাতে গিয়ে হিমশিম? মুশকিল আসান করবে শিম

বিট, গাজর বিনসের মতো চেনা সবজিদের ভিড়ে অনেকেই অবহেলা করেন শিমকে

আয়ুর্বেদিক চিকিৎসক অমিত গেহলটের মতে

এই শিম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে

অতিরিক্ত ওজন বর্তমানে একটি চেনা সমস‍্যা। শিম ওজন কমাতে কার্যকরী।

ওজন কমাবার পাশাপাশি, শরীরের ফোলাভাব কমাতেও সাহায‍্য করে শিম

গলা, পেট-সহ শরীরের বিভিন্ন জায়গায় ফোলাভাব কমায় শিম।

সবুজ এই সবজি গুণের পাশাপাশি স্বাদেও সেরা

শীতে শুষ্ক ত্বক, রুক্ষ চুলের সমাধান করবে ভিটামিন ই! খরচের চিন্তা নেই, পেয়ে যাবেন এইসব খাবারেই