বাড়ির তুলসি গাছের কাছে ভুলেও এই ৫ জিনিস রাখবেন না

তুলসির গুণাগুণের কথা কম-বেশি সকলেই জানেন। 

তবে তুলসির কাছে কোন জিনিসগুলি রাখলে সংসারে ঘোর বিপদ নেমে আসতে পারে৷

তুলসির ধারে কাছে পরিষ্কার, নতুন বা নোংরা যে কোনও ধরনের স্লিপার-জুতো রাখা উচিত নয়।

এটি ঘরে দারিদ্র্য ডেকে আনতে পারে এবং সুখ ও সমৃদ্ধির ক্ষতি হতে পারে।

তুলসি গাছ খুবই কোমল। তাই তুলসি গাছের চারপাশে কাঁটাযুক্ত গাছ রাখা একদমই উচিত নয়। 

More Stories.

১ টাকাও খরচ হবে না, কিন্তু আয় করবেন ৪ লাখ টাকা, এই ব্যবসাগুলিতে বিপুল লাভ

সন্তান দত্তক নিতে চান! জেনে নিন সঠিক নিয়ম কানুন

কোনও ঝুঁকি নেই, নেই কোনও টেনশন! পোস্ট অফিসের এই স্কিমে রিটার্ন মেলে দ্বিগুণ

বাস্তু মতে, তুলসীর কাছে কাঁটাযুক্ত গাছ রাখলে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে। 

নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, যা জীবনকে বেদনাদায়ক করে তুলতে পারে।

তাই তুলসি গাছের কাছে ঝাড়ু না রাখা উচিত। 

এতে করে বাড়িতে আর্থিক সমস্যা ও ঝামেলা শুরু হয়।

সেভিংস অ্যাকাউন্টে এই ভুলটি করলে কিন্তু বিপদ! চলে আসতে পারে আয়কর নোটিশ