আলমারি ঘরের কোন দিকে মুখ করে রাখবেন?

বাস্তু মেনে আসবাব রাখলে সংসারে আর্থিক টানাটানি হয় না। 

বিশেষ করে আলমারি ঠিকঠাক জায়গায় থাকতে হয়। 

বাস্তু মেনে আসবাব রাখলে সংসারে পজেটিভ এনার্জি বজায় থাকে। 

আবার যে কোনও রকম বিপদ থেকেই বাঁচা যায়। 

সাধারণত আমরা আলমারিতে টাকা-পয়সায় গয়নাগাটি, দামি জিনিসপত্র রাখি। 

More Stories.

১ টাকাও খরচ হবে না, কিন্তু আয় করবেন ৪ লাখ টাকা, এই ব্যবসাগুলিতে বিপুল লাভ

সন্তান দত্তক নিতে চান! জেনে নিন সঠিক নিয়ম কানুন

কোনও ঝুঁকি নেই, নেই কোনও টেনশন! পোস্ট অফিসের এই স্কিমে রিটার্ন মেলে দ্বিগুণ

ফলে আলমারির পজিশন ঠাকঠাক থাকা প্রয়োজন। 

বাস্তুমতে, আলমারি রাখতে হবে ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে। 

আলমারির দরজার দিক যেন থাকে উত্তর দিকে।

সেদিকে আলমারির মুখ থাকলে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে সংসারে। 

সেভিংস অ্যাকাউন্টে এই ভুলটি করলে কিন্তু বিপদ! চলে আসতে পারে আয়কর নোটিশ