পালানোর পথ পাবে না ডায়াবেটিস, এই গাছের পাতায় রয়েছে ওষুধ

প্রতিদিন বেলপাতার সেবন উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

আগে কাঁচা বেলের সঙ্গে হলুদ এবং ঘি মিশিয়ে ভাঙা হাড়ের উপরেও লাগানো হতো।

প্রতিদিন এই পাতা জলে সিদ্ধ করে সেই জল পান করলে ডায়াবেটিসের মতো সমস্যা নিয়ন্ত্রণে থাকে৷ 

নিয়ন্ত্রিত থাকে রক্তচাপও৷ 

বেলের শরবত পেট গরমের সমস্যাতেও দারুণ উপকারী৷ এতে শরীর ঠান্ডা থাকে৷ 

More Stories.

১ টাকাও খরচ হবে না, কিন্তু আয় করবেন ৪ লাখ টাকা, এই ব্যবসাগুলিতে বিপুল লাভ

সন্তান দত্তক নিতে চান! জেনে নিন সঠিক নিয়ম কানুন

কোনও ঝুঁকি নেই, নেই কোনও টেনশন! পোস্ট অফিসের এই স্কিমে রিটার্ন মেলে দ্বিগুণ

বেলপাতায় প্রচুর পরিমাণ ফাইবার থাকে৷ 

বেল পাতা নিয়মিত চিবিয়ে খেলে বদহজম, কোষ্ঠকাঠিন্য, পাইলসের মতো সমস্যাও দূর হয়৷

সেভিংস অ্যাকাউন্টে এই ভুলটি করলে কিন্তু বিপদ! চলে আসতে পারে আয়কর নোটিশ