এক সময় ১০ হাজার টাকার নোট ছিল ভারতে, কেন বন্ধ হয়ে গেল, জানুন সেই ইতিহাস

শুধু  ১০ হাজার টাকার নোট নয়,ছিল ৫ হাজার টাকার নোটও। শুনতে অবাক লাগলেও সত্যি।

পরাধীন এবং স্বাধীন ভারতে দীর্ঘদিন ১০,০০০ টাকার নোট দিয়ে বেচা কেনা হত।

১৯৩৮ সালে প্রথম  কাগজের নোট ছাপা শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক। প্রথম ছাপা হয় ৫ টাকার নোট।

সেই বছরই নতুন ১০ টাকা, ১০০ টাকা, ১০০০ টাকা এবং ১০ হাজার টাকার নোটও ছাপানো হয়।

More Stories.

দেখে নিন UPI-এর মাধ্যমে পিন ফ্রি পেমেন্ট করার উপায়

মোবাইলের নেশায় পড়াশুনা-ঘুম-কাজ শিকেয়! অভ্যাস কাটবে এক লহমায়! হাতের মুঠোয় লুকিয়ে উপায়

গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিয়ম বদলাচ্ছে! সরকারের বড় সিদ্ধান্ত

১৯৪৬ সালে আচমকাই বাতিল করে দেওয়া হয় ১০০০ এবং ১০ হাজার টাকার নোটটি।

স্বাধীনতার পর ১৯৫৪ সালে হঠাৎ‌ই আবার ১০০০০ টাকা ও ৫০০০ টাকার নোট‌ ফের বাজারে ছাড়া হয়।

১৯৭৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই ১০০০০ ও ৫০০০ টাকার নোট‌ও বাতিল করেন।

অনেকের দাবি বাতিল ১০০০০ টাকার নোটের ১০ টি এখন‌ও বিশ্বের নানান মুদ্রা সংগ্রাহকের কাছে রয়েছে।

ফলে ভারতীয় মুদ্রার ইতিহাসে ১০ হাজার টাকাই ছিল সবথেকে বড় নোট।

নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান