হলুদ মুক্তি দিতে পারে আঘাতের যন্ত্রণা থেকেও!

হলুদের গুণ কি শুধুই রান্নায় বা রূপচর্চাতেই কাজেই সীমাবদ্ধ? বিশেষজ্ঞরা জানাচ্ছেন হলুদের অনেক ব‍্যবহার বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানিই না।

রাঁচির আয়ুর্বেদিক চিকিত্‍সক ডাঃ ভি কে পান্ডে জানালেন, হলুদের ঔষধি গুণের কথা।

এটি একটি প্রাকৃতিক ব্যথানাশক। হলুদ শরীরের অনেক ব্যথা থেকে মুক্তি দিতে পারে

জয়েন্টে ব্যথা হলে আধা চামচ হলুদ, এক চামচ অ্যালোভেরা জেল এবং এক চামচ গরম সরষের তেল মিশিয়ে নিন

এই তিনটির মিশ্রণ তৈরি করে হাঁটুতে লাগিয়ে উপরে ব্যান্ডেজ বেঁধে সারারাত রেখে দিন

হাত-পায়ে আঘাত পেলে এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ চুন নিয়ে কিছু জল মিশিয়ে দুটোই মিশিয়ে নিন।

অনেক উপহার কেনা হয় এবং সেগুলোকে নৌকায় তুলে সমুদ্রে ঠেলে দেওয়া হয়। এর পর সাগরের ঢেউয়ে লাফ দেয় মানুষ।

শীতে শুষ্ক ত্বক, রুক্ষ চুলের সমাধান করবে ভিটামিন ই! খরচের চিন্তা নেই, পেয়ে যাবেন এইসব খাবারেই