ভবিষ‍্যতের বারণসী! AI-র বানানো ছবি দেখলে তাক লাগবে

কিন্তু কেমন হতে পারে এই শহরের ভবিষ্যৎ! খানিকটা কল্পনা করতে পারে মানুষ। বাকিটা আজকাল এঁকে দিচ্ছে AI

কৃত্রিম মেধা বা AI তেমনই কিছু ছবি তৈরি করে দিয়েছে ২০৫০ সালের কাশীধামের

Microsoft Bing-এর ইমেজ ক্রিয়েটর দিয়ে তৈরি করা হয়েছে এই AI জেনারেটেড ছবিগুলি। 

এখানে যে ছবিগুলি রয়েছে, সেখানে প্রাচীন শহর হিসাবে বেনারসের পরিচয় অনেকাংশে রক্ষা করেছে AI

তবে এর সঙ্গেই যুক্ত হয়ে গিয়েছে, ভবিষ্যতের চেহারাও খানিকটা।

প্রাচীন শহরের সুউচ্চ অট্টালিকাকে খাটো করে দিয়ে মাথা তুলেছে আরও উঁচু বহুতল।

বেনারসের আকাশ ছেয়ে গিয়েছে ড্রোন ক্যামেরায়। এলইডি ডিসপ্লেও ইনস্টল করা হয়েছে সেখানে

শীতে শুষ্ক ত্বক, রুক্ষ চুলের সমাধান করবে ভিটামিন ই! খরচের চিন্তা নেই, পেয়ে যাবেন এইসব খাবারেই