সাপের জিভ চেরা হয় কেন?

সাপের জিভ চেরা হয় কেন?

সাপের চোখের মণি কেন লম্বাটে হয়, কিংবা সাপের জিভ কেন চেরা হয়? এর পিছনে রয়েছে নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ৷

এই চেরা জিভ-ই কিন্তু আসলে সাপের ঘ্রাণেন্দ্রিয়৷ এই জিভের সাহায্যেই আসলে গন্ধ শোঁকে সাপ৷ গন্ধ আসলে একটি বা একাধিক উদ্বায়ী রাসায়নিক পদার্থের সমষ্টি৷ 

এই চেরা জিভ-ই কিন্তু আসলে সাপের ঘ্রাণেন্দ্রিয়৷ এই জিভের সাহায্যেই আসলে গন্ধ শোঁকে সাপ৷ গন্ধ আসলে একটি বা একাধিক উদ্বায়ী রাসায়নিক পদার্থের সমষ্টি৷ 

সেই রাসায়নিকই জিভের সাহায্যে ‘সেন্স’ করে মুখে থাকা স্নায়ু মারফত ‘সিগনাল’ মস্তিষ্কে পাঠায় সাপ৷ তবেই সেই গন্ধটি কিসের, সেটা বুঝতে পারে৷ এই গোটা পদ্ধতিকে বিজ্ঞানের ভাষায় বলে ট্রোপোট্যাক্সিস৷

More Stories.

ডজন ডজন সাপ জট পাকিয়ে ঘরের মধ্যে!

বাঘের হামলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা!

বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিন সংরক্ষণে উদ্যোগী বন দফতর

সাপের দৃষ্টিশক্তি খুব একটা ভাল নয়৷ তাই নিজের পরিবেশ যাচাই করতে, শিকার খুঁজতে, বিপদ বুঝতে, নিজের জিভের উপরেই নির্ভর করতে হয় সাপকে৷

বার বার মুখ থেকে জিভ বের করে আসলে নিজের চারপাশের এলাকা থেকে পাওয়া কেমিক্যাল সিগনাল নিজের মস্তিষ্কে পাঠিয়ে পরিস্থিতি আঁচ করে সরীসৃপ প্রাণীটি৷

সাপের জিভ চেরা হওয়ায় বিষয়টি এক্ষেত্রে বিষয়টিকে আরও সুবিধাজনক করে তোলে৷ কেমিক্যাল সিগনাল বাঁদিক থেকে আসছে না ডান দিক থেকে, চেরা জিভের মাধ্যমে সেটা বুঝতে পারে সাপ৷