ঝিঙের তেলে উধাও হবে পাকা চুল, বানান ঠিক এই ভাবে...

ঝিঙের তেলে উধাও হবে পাকা চুল, বানান ঠিক এই ভাবে...

কম বয়সে চুলে পাক ধরার সমস্যা এখন ঘরে ঘরে৷ পাকা চুল ঢাকতে অনেকেই চুলে ডাই ব্যবহার করে থাকেন৷

 কিন্তু, বাজার চলতি কৃত্রিম ডাই ব্যবহার করতে অনেকেই বারণ করে থাকেন৷ কারণ, এতে অনেক ধরনের রাসায়নিক থাকে৷

তাহলে কি এমন কোনও প্রাকৃতিক উপায় রয়েছে, যাতে সহজেই পাকা চুল কালো করা যায়?

উত্তর হল আছে৷ সেক্ষেত্রে, চুল পেকে গেলে ঝিঙের তেল ব্যবহার করতে পারেন৷ এই তেল ব্যবহার করলে চুল কালো হয় এবং চুল ঝরা এবং খুশকির সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়৷

More Stories.

ডজন ডজন সাপ জট পাকিয়ে ঘরের মধ্যে!

বাঘের হামলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা!

বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিন সংরক্ষণে উদ্যোগী বন দফতর

সপ্তাহে তিনদিন ব্যবহার করলেই মিলবে লাভ৷ কীভাবে তৈরি করবেন এই ঝিঙের তেল?

লোহার কড়াইতে হাফ কাপ সরষের তেল দিয়ে ঝিঙে ও খোসা তেলে ছেড়ে দিন। ঝিঙে নরম হলে ওর মধ্যে এক চামচ মেথি ও ফ্ল্যাক্স সিড দিন। তারপর ভাল করে ভেজে নিন, যতক্ষণ না ঝিঙে কালো হয়ে আসছে৷

তারপর ঠান্ডা হলে তেল ছেঁকে নিয়ে রাতে ঘুমনোর আগে চুলের গোড়ায় লাগান৷ পরের দিন শ্যাম্পু করে ফেলুন৷