আমন্ড খাওয়া কাদের জন্য বিপদ? জানুন

নিয়মিত আমন্ড খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 

তবে জেনে রাখা দরকার শরীরে কী কী সমস্যা থাকলে আমন্ড খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে-

উচ্চ রক্তচাপের রোগীদের আমন্ড খাঁওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

এক্ষেত্রে আমন্ড খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে।

কিডনির সমস্যা থাকলে আমন্ড খাওয়া বিপদজনক হতে পারে।

More Stories.

১ টাকাও খরচ হবে না, কিন্তু আয় করবেন ৪ লাখ টাকা, এই ব্যবসাগুলিতে বিপুল লাভ

সন্তান দত্তক নিতে চান! জেনে নিন সঠিক নিয়ম কানুন

কোনও ঝুঁকি নেই, নেই কোনও টেনশন! পোস্ট অফিসের এই স্কিমে রিটার্ন মেলে দ্বিগুণ

গলব্লাডারের সমস্যা থাকলেও এই বাদাম খাওয়া এড়িয়ে চলতে হবে।

অতিরিক্ত বাদাম খেলে হজমে সমস্যা হতে পারে। 

সেভিংস অ্যাকাউন্টে এই ভুলটি করলে কিন্তু বিপদ! চলে আসতে পারে আয়কর নোটিশ