আপেল ফ্রিজের 'এইখানে' রাখুন! বেশিদিন তাজা থাকে...

রোগ থেকে আপনাকে নিরাপদ রাখবে প্রতিদিন অন্তত ১টি আপেল খাওয়ার অভ্যাস।

এ কারণেই হয়তো অনেকে ডাইনিং টেবিলে একটি ঝুড়িতে আপেল রাখেন, কারণ চোখের সামনে থাকায় নিয়মিত খেতে মনে থাকে।

কিন্তু আপেল কক্ষ তাপমাত্রায় না রেখে ফ্রিজে রাখার সুবিধা বেশি।

আপেল দীর্ঘদিন ভালো রাখতে ফ্রিজার (ডিপ ফ্রিজ) অংশে না রেখে ফ্রিজের সাধারণ অংশে রাখুন।

More Stories.

স্কচ এবং হুইস্কি... দুটোই ধরায় নেশা! বলুন তো 'এই' দুই মদের মধ্যে পার্থক্য কী?

শিঙি মাছ বাচ্চাকে খাওয়াচ্ছেন...? নিজেও খান? 'এই' অসুখ নেই তো আপনার? জানুন বিশেষজ্ঞের মত

পাকস্থলীতে বেশি গেলেই ঝুঁকি...! 'এই' সমস্যাগুলি থাকলে একদম বেশি খাবেন না গাজর! জানুন বিশেষজ্ঞের মত

z

ফ্রিজে আপেল স্বাভাবিক তাপমাত্রায় অর্থাৎ ৩১ থেকে ৩৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রাখতে পারেন। আর ফ্রিজে আপেল রাখার সেরা জায়গা হচ্ছে, ভেজিটেবল ড্রয়ার।

তবে ভেজিটেবল ড্রয়ারে আপেল সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে

অন্য কোনো সবজি বা ফলের সঙ্গে আপেল একসঙ্গে রাখা উচিত হবে না। আপেল থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়।

পাকস্থলীতে বেশি গেলেই ঝুঁকি...! 'এই' সমস্যাগুলি থাকলে একদম বেশি খাবেন না গাজর!