Tilted Brush Stroke

আপনার ঘরেই আছে গলা ব্যথার ওষুধ!

Tilted Brush Stroke

ঠান্ডায় কখনও গলা ব্যথা, জ্বর জ্বর ভাব তো কখনও কাশি।

Tilted Brush Stroke

কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলেই, খুব সহজেই নিস্তার পেতে পারেন সিজন চেঞ্জের শরীর খারাপ থেকে।

Tilted Brush Stroke

১কাপ গরম জলে আধা চা চামচ গোল মরিচ গুঁড়ো , ১চা চামচ মধু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর হালকা গরম থাকতে পান করতে হবে।

Tilted Brush Stroke

১/২ টি লবঙ্গ মুখে দিয়ে রাখুন। নরম হয়ে আসলে এটিকে চিবোতে হবে চুইংগামের মত। চাইলে মুখে জল রেখেও এই কাজ করা যায়। 

More Stories.

খাবার খেলেই চোঁয়া ঢেকুর ওঠে? মেনে চলুন ৫টা টিপস, কাজ হবে ম্যাজিকের মতো, মিলবে স্বস্তি

দিনের পর দিন রান্না করে কড়াইয়ের নীচে কালি? ৫ উপায়ে দূর হবে জেদি দাগ

গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিয়ম বদলাচ্ছে! সরকারের বড় সিদ্ধান্ত

Tilted Brush Stroke

১-২টি দারিচিনি টুকরো নিয়ে ১-২ কাপ জলে সিদ্ধ করে সেই জল পান করা যেতে পারে। আবার চায়ের সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে।

Tilted Brush Stroke

ঘরোয়া এই মসলা ঠান্ডা জনিত ব্যথা কমাতে সাহায্য করে।যা স্বাস্থ্যকর ও সংক্রমণরোধী।

Tilted Brush Stroke

ঘরোয়া এই মসলা ব‍্যবহার করলে একদিনে থেকে দু’দিনে মিলবে উপকার।

দিনের পর দিন রান্না করে কড়াইয়ের নীচে কালি? ৫ উপায়ে দূর হবে জেদি দাগ