বাড়িতেই তৈরি করুন মণ্ডা

কোচবিহারের প্রেমের ডাঙার মণ্ডা বিখ্যাত বহু জায়গায়, কীভাবে তৈরি করবেন সুস্বাদু এই মণ্ডা, জেনে নিন।

গ্যাস ওভেন জ্বালিয়ে নিয়ে রান্নার জন্য মাঝারি আঁচে কড়াই বসাতে হবে। পরিমাণ মত দুধ ঢেলে নিতে হবে।

দুধের মধ্যে পরিমাণ মত চিনি ঢেলে নিতে হবে। তারপর এলাচ গুঁড়া দুধে দিয়ে দিতে হবে।

দুধ ভাল মত ফুটে উঠলে চিনি মিশ্রিত সমস্ত ছানা ঢেলে দিতে হবে দুধের মধ্যে।

এবার গ্যাস ওভেনের আঁচ কমিয়ে দিয়ে অনবরত হাতা দিয়ে নাড়তে থাকতে হবে ভাল মতন করে। মিশিয়ে নিতে হবে সমস্তটা।

মিশ্রণটা একটা পাত্রে নামিয়ে নিতে হবে। তারপর হাতে সামান্য জল মিশিয়ে ছোটো ছোটো গোল্লা পাকিয়ে চ্যাপ্টা আকৃতির তৈরি করে রাখতে হবে।

তারপর ফ্রিজে দুই ঘণ্টা রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বের করে নিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিতে হবে। এবং সুন্দর ছোট ছোট সাদা কাগজে মুড়িয়ে নিতে হবে একটা করে।

রান্নাঘরের এই সবজি ডায়াবেটিসের যম! কমায় কোলেস্টেরল, চোখ আর হার্টকেও ভাল রাখে