এখন ব্যস্ত সময়ে অনেকেই রোজ কিছু না কিছু রান্না করেন প্রেসার কুকারে।

কিছু রান্না সত্যিই খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রেসার কুকারে।

তবে জানেন কি, সব কিছু প্রেসার কুকারে রান্না করতে নেই।

কিছু জিনিস প্রেসার কুকারে রান্না করলে সেগুলির খাদ্যগুণ নষ্ট হয়ে যায়।

আবার কয়েকটি জিনিস প্রেসার কুকারে রান্না করলে সেগুলি স্বাস্থ্যহানির কারণ হয়।

বিনস কখনও প্রেসার কুকারে রান্না করতে নেই। বিনস আবার কাঁচাও খেতে নেই।

মাছ কখনও প্রেসার কুকারে রান্না করতে নেই। এতে তার খাদ্যগুণ নষ্ট হয়।

কখনও পাস্তা তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকারে দেবেন না।

যে কোনও ধরণের সবজি প্রেসার কুকারে রান্না না করাই ভাল।

আলু কখনও প্রেসার কুকারে দিতে নেই। এতে পেটের সমস্যা হতে পারে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন