ডায়বেটিস থেকে লিভারের রোগের জন্য অব্যর্থ ওষুধ

বাড়ির পাশে অযত্নে বেড়ে ওঠে এই গাছ। গাছের পাতা বেশ তেতো লাগলেও গুণে ভরপুর এই গাছ। নানা রোগের যম এই গাছের পাতা। তবে নিয়মিত খাওয়ার অভ্যাস থাকলে যে কোনও শারীরিক রোগ দ্রুত নিরাময় সম্ভব।

ছোট ভেষজ এই উদ্ভিদের গুণাবলী জানলে অবাক হবেন। কখনও হয়তো দেখেও এড়িয়ে চলেন গাছটিকে।

ছোট থেকে বড় সকলের অত্যন্ত কাজের এই গাছ।

1ডায়াবেটিস হোক কিংবা ক্যান্সার অথবা জ্বর-কাশি নিরাময়ে জুড়ি মেলা ভার কালমেঘের।

ভারতের বিভিন্ন স্থানে দেখা যায় এই বিশেষ উদ্ভিদ। ছোট ছোট ফুল এবং প্রায় এক মিটারের হয় এই গাছটি।

পাতার স্বাদ বেশ তেতো হলেও ভেষজ গুনাগুন অগাধ।

বিশেষজ্ঞরা মনে করেন, রক্ত পরিশুদ্ধকরণে কালোমেঘের গুরুত্ব অপরিসীম।

লিভারজনিত কোনও সমস্যা থাকলে এই পাতা ব্যবহার করা যেতে পারে।

যারা তেতো পছন্দ করে না তাদের জন্য কলোমেঘের পাতা বেটে গোলগোল বড়িহিসেবে ব্যবহার করা যেতে পারে।