যোগব্যায়ামের উপকারিতা কী কী

সকালে উঠে যোগাভ্যাস স্বাস্থের পক্ষে উপকারী। এমনই মত বিশেষজ্ঞদের।

আট থেকে আশি সকলের উচিত প্রতিদিন অন্তত এক ঘণ্টা যোগাভ্যাস করা।

এতে সুস্থ থাকবে শরীর, তেমনই সুস্থ থাকবে মনও।

শারীরিক নানা অসুস্থতায় প্রধান ওষুধ হিসেবে কাজ করে যোগ ব্যায়াম।

More Stories.

বাড়ির ওয়াশ বেসিনে হলুদ ছোপ? কম খরচে ঘরোয়া টোটকা জানুন, জেদি দাগের যম এই চার উপাদান

ক্ষতিকর ডায়াবেটিস কমাবে ঝুপ করে, ওজন ঝরাতে এই কালো বীজের জুড়ি নেই

বিনামূল্যে মশা তাড়ান! বাড়িতে রাখুন এই ৫টি ভেষজ উদ্ভিদ, ভুলেও ঢুকবে না মশা

নানা ওষুধ সেবনের পাশাপাশি যোগ ব্যায়ামকে প্রাধান্য দেন চিকিৎসকেরাও।

সকাল থেকে উঠে সূর্য প্রাণায়াম নামক যোগ ব্যায়াম করুন।

এতে পায়ের টান, কোমরের ব্যথা, শিরদাঁড়া ব্যথা-সহ নানান রোগের উপশম মেলে।

কোথাকার পেঁয়াজ খুব সুন্দরী হয় জানেন? সেই পেঁয়াজেই নাকি সকলের আকর্ষণ বেশি!