কোন দেশ সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি সক্রিয়? ভারত কততে?

একাধিক সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকা এখন যেন জলভাতের মতো ঘটনা।

জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া।

কোন দেশের মানুষ সবথেকে বেশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকে জানেন?

ফিলিপাইন্সের মানুষ এদিক থেকে সবার উপরে।

More Stories.

বাড়ির ওয়াশ বেসিনে হলুদ ছোপ? কম খরচে ঘরোয়া টোটকা জানুন, জেদি দাগের যম এই চার উপাদান

ক্ষতিকর ডায়াবেটিস কমাবে ঝুপ করে, ওজন ঝরাতে এই কালো বীজের জুড়ি নেই

বিনামূল্যে মশা তাড়ান! বাড়িতে রাখুন এই ৫টি ভেষজ উদ্ভিদ, ভুলেও ঢুকবে না মশা

এখানকার মানুষ প্রতিদিন গড়ে ৪ ঘণ্টা ৬ মিনিট সক্রিয় থাকেন।

সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দের গড় সময় ২ ঘণ্টা ৩৬ মিনিট।

এই তালিকায় সারা বিশ্বের নিরিখে ১৪ নম্বর স্থানে রয়েছে ভারত।

কোথাকার পেঁয়াজ খুব সুন্দরী হয় জানেন? সেই পেঁয়াজেই নাকি সকলের আকর্ষণ বেশি!