টাকা হবে দ্বিগুণ, কাজে আসবে SBI-এর এই স্কিম

বিনিয়োগের ফাঁদ পাতা ভুবনে। সকলেই দেখায় বিনিয়োগ করা রাশির বিনিময়ে বহু গুণ বেশি রিটার্নের সুবিধা। 

শেয়ার বাজারে বিনিয়োগ সব সময়েই ঝুঁকিপূর্ণ, কেন না, তা বাজারের ওঠা-পড়ার উপরে নির্ভর করে।

এই দিক থেকে দেখলে যে কোনও বিনিয়োগকারীর ভরসার প্রধান এবং প্রথম স্থান হল ফিক্সড ডিপোজিট।

 বর্তমানে অনেক ব্যাঙ্কই ফিক্সড ডিপোজিটে বেশ ভাল মতো সুদ অফার করছে, সেটা একটা সুবিধা তো বটেই।

এই দিক থেকে বিনিয়োগকারীর কাজে আসতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সংক্ষেপে এসবিআই-এর ফিক্সড ডিপোজিট স্কিম।

এই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে তাদের গ্রাহককে টাকা খাটাতে দেয়।

ম্যাচিউরিটির মেয়াদের উপরে ভিত্তি করে এই ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের ৩ শতাংশ থেকে ৬.৫ শতাংশ সুদ পাওয়া যায় ।

প্রবীণ নাগরিকদের ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত বার্ষিক সুদ দেয়।

কীভাবে ১০ লক্ষ টাকাকে ২০ লক্ষ টাকায় পরিণত করা যায়।

এসবিআই-এর ১০ বছর মেয়াদী স্কিমে এককভাবে ১০ লক্ষ টাকা জমা করলেন।

SBI এফডি ক্যালকুলেটর অনুসারে, বিনিয়োগকারী ৬.৫ শতাংশ বার্ষিক সুদের হারে মেয়াদপূর্তিতে মোট ১৯,০৫,৫৫৮ টাকা পাবেন।

SBI এফডি ক্যালকুলেটর অনুসারে, বিনিয়োগকারী ৬.৫ শতাংশ বার্ষিক সুদের হারে মেয়াদপূর্তিতে মোট ১৯,০৫,৫৫৮ টাকা পাবেন। 

Credit Card ব্যবহার করেন?