১০ বছরে ১ কোটি টাকা রিটার্ন পেতে চান?

বিনিয়োগ এবং পুনঃবিনিয়োগ। এর সঙ্গে যোগ করতে হবে চক্রবৃদ্ধির শক্তি।

তাহলেই তরতরিয়ে ছুটবে বিনিয়োগের গাড়ি। কোটি কোটি টাকার মাইলফলক ছোঁয়াও অবাস্তব মনে হবে না।

প্রশ্ন হল, কোন বিনিয়োগ মাধ্যম থেকে এই সব লাভ ঘরে তোলা যাবে? এর একটাই উত্তর। সেটা হল এসআইপি।

১০ শতাংশ বার্ষিক বৃদ্ধির সঙ্গে ১ কোটি তো বটেই, ৫ কোটি এমনকী ১০ কোটি টাকাও রিটার্ন পাওয়া যেতে পারে।

এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।

ধরা যাক, কেউ প্রতি মাসে ৩০ হাজার টাকার বিনিয়োগ বা এসআইপি করলেন। এবার প্রতি বছর সেই পরিমাণ ১০ শতাংশ করে বাড়াতে হবে।

এই ১০ শতাংশ বাড়ানোর মধ্যেই লুকিয়ে আছে সব রহস্য।

ফান্ডসইন্ডিয়া-র ওয়েলথ কনভার্সেশন ২০২৩-এর রিপোর্ট অনুযায়ী, এভাবে বিনিয়োগ করলে ১০ বছরে ১ কোটি টাকা হয়ে যাবে ।

১৯ বছরের কম সময়ে ৫ কোটি এবং ২৩ বছর ৫ মাসে ১০ কোটি টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারী।

কেউ যদি ৫০ হাজার টাকার মাসিক বিনিয়োগ শুরু করেন এবং বার্ষিক ১০ শতাংশ বৃদ্ধি অব্যাহত রাখেন তাহলে এই সময়সীমা আরও কমে যাবে।

 প্রতি মাসে ১ লাখ টাকা বিনিয়োগ করতে পারলে, সঙ্গে ১০ শতাংশ বার্ষিক বৃদ্ধি। তাহলে ৫ বছরে ১ কোটি ৷

১২ বছরে ৫ কোটি এবং ১৬ বছরে ১০ কোটি টাকা পাবেন বিনিয়োগকারীরা।

ফিক্সড ডিপোজিটে মিলছে ৯.৫০ শতাংশ সুদ !