১০-১২ কেজির বিশালাকৃতি এই ফল, নাম নাকি ডুগডুগি

গোল সবুজ বলের মত আকার। দেখতে অনেকটা বেলের মত হলেও কিন্তু বেল নয়।

কেউ বলেন তানপুরা ফল, কেউ বলেন ডুগডুগি ফল, আবার কেউ বলে থাকেন মহাবেল বা দশবেল

উত্তর ২৪ পরগনা আমডাঙ্গা ব্লকের বহিছগাছি এলাকায় এমনই গাছ রয়েছে ১০০ বছরের বেশি সময় ধরে।

ইংরেজিতে এই ফলের নাম Calabash (কেলাবাস)। আমডাঙ্গা বৈইছগাছিয়া এলাকায় এই গাছ এবং ফল দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন।

বেলের মত দেখতে এবং একটা বেলের দশগুণ বড়, তাই এই ফল কে গ্রামের সবাই দশবেল বলেই জানেন।

More Stories.

True Love: কে আপনার বন্ধু আর কে শত্রু! সংখ্যাই বলে দেবে সেই কথা, নইলে জলে যাবে ট্রু লভ

বিছানাতে যাওয়ার আগেই ’জল’ খাচ্ছেন? ঠিক করছেন না ভুল? শুধু 'এই' নিয়মেই ম্যাজিক আসবে ঘুম! হাতেনাতে মিলবে ফল...

প্রথম সিনেমায় পেয়েছিলেন ৫১ টাকা! আজ ৪৫০ কোটি টাকার মালিক, নায়িকার প্রেমে পাগল, হলেন হিন্দু থেকে মুসলিম!

ফল পেকে গেলে তার খোল এতটাই শক্ত হয়ে যায়, যা সহজে ভাঙা যায় না। আর তাই জানা যায় এই অদ্ভুত ফলের খোল দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করা হয়।

একটি ফলের সর্বোচ্চ ওজন ১০-১২ কেজি হয়, যা এক হাতে ধরে রাখা সহজ ব্যাপার নয়।

কেউ কেউ বলে এই ফল বিষাক্ত। গিয়াসউদ্দিন সাহেব জানান, তিনি বাংলাদেশ সহ দেশ বিদেশে ঘুরে বেড়িয়েছেন কিন্তু এমন গাছ বা ফল কোনওদিন নজরে আসেনি তার।

গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন সাহেবের ভিটেয় এই গাছ তাঁর পিতা বসিয়েছিলেন বলেই জানান, স্বাদ অনেকটা আপেলের মত মিষ্টি এবং বালি বালি।

ফলগুলি হওয়ার সময় প্রথমে কুঁড়ি আসে, তারপর সেখান থেকে ধুতরা ফুলের মত ফুল হয়। সেখান থেকে ফল। গরমের সময় এই ফল বেশি হয়।

ফল পেকে গেলে তার খোল এতটাই শক্ত হয়ে যায়, যা সহজে ভাঙা যায় না। আর তাই জানা যায় এই অদ্ভুত ফলের খোল দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করা হয়। সেন্ট লুইসা দেশের জাতীয় গাছ

সেন্ট লুইসা দেশের জাতীয় গাছ হলেও, আমেরিকার উষ্ণ অঞ্চলের এটি একটি স্বাভাবিক গাছ বলে মত অনেকের। তবে আমাদের দেশে তেমনভাবে দেখা যায় না এই গাছ।

True Love: কে আপনার বন্ধু আর কে শত্রু! সংখ্যাই বলে দেবে সেই কথা