হোলির রঙ হাত থেকে দূর করবেন! ঘরোয়া টোটকায় বাজিমাত

হোলির দিন সর্বত্র রং,কখনও আবার আবীর বা গুলাল ছুঁড়ে দেওয়া হয়।

রঙের এই উৎসব অর্থাৎ দোলযাত্রা বা হোলিতে সব বয়সের মানুষ অনেক আনন্দ করেন৷

হোলি খেলা শেষ হলে মানুষের তখম প্রথম কাজ হয় স্নান করে পরিষ্কার হওয়া৷

কিন্তু ত্বক থেকে দোলের রং মোটেই তাড়াতাড়ি উঠতে চায় না৷ 

More Stories.

তাঁকে দেখে ডায়লগ ভুলে গিয়েছিলেন এই কাপুর, পরপর হৃদয় ভাঙা মধুবালার বায়োপিক এবার সিনেমায়

বিছানাতে যাওয়ার আগেই ’জল’ খাচ্ছেন? ঠিক করছেন না ভুল? শুধু 'এই' নিয়মেই ম্যাজিক আসবে ঘুম! হাতেনাতে মিলবে ফল...

ব্রনর জন্য মাটি সাজ! সস্তার ‘এই’ ৩ সবজি ঝকঝকে করবে ত্বক! সৌন্দর্য এখন হাতের মুঠোয়

এখনই জেনে নিন এমন কিছু টিপস যা দিয়ে জলদি গায়ে লেগে থাকা রঙ উঠে যাবে।

এখনই জেনে নিন এমন কিছু টিপস যা দিয়ে জলদি গায়ে লেগে থাকা রঙ উঠে যাবে।

একটি পাত্রে হলুদ গুঁড়ো এবং দই মিশিয়ে পেস্ট বা মিশ্রণ তৈরি করুন।

এরপর এই পেস্ট রং লাগা জায়গায় লাগান এবং তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুর রস ও নুন মিশিয়ে লাগান এবং তারপর পরিষ্কার জল দিয়ে তা ধুয়ে ফেলুন।

নারকেল তেল লাগান এবং আপনার রং লাগা অংশে ম্যাসাজ করুন এবং তারপরে সাবান এবং জল দিয়ে ধুয়ে ফেলুন।

এই নিয়ম মেনে ঠাকুর ঘর না বানালেই পড়তে পারেন মহা বিপদে! জেনে নিন বাস্তু টিপস