কুকুরের লেজ সোজা হয় না কেন?

কথায় বলে, ‘কুকুরের লেজ, কোনও দিনও সিধে হবে না৷’ আমরা তো নিজেরাও দেখেছি, তাই না, কুকুরের লেজ হয় অর্ধ গোলাকৃতির মতো৷ গোল৷ কিন্তু, সেটা কেন হয়? এর পিছনেও কি কোনও বৈজ্ঞানিক কারণ রয়েছে?

বিজ্ঞানীদের একাংশ মনে করেন, কুকুরের লেজ এই রকম বাঁকা হওয়ার পিছনে হাজার হাজার বছরের বিবর্তনের ইতিহাস রয়েছে৷

বিবর্তনবাদের গবেষকেরা জানাচ্ছেন, প্রাগৈতিহাসিক যুগে কুকুরের পূর্বপুরুষদের একাধিক প্রজাতিই তুষার মেরুপ্রদেশ অঞ্চলে বসবাস করত৷ সেই কারণে, ঠান্ডা কম লাগানোর জন্য প্রায়শই তারা লেজ গুটিয়ে রাখত, যাতে শরীরের সারফেস এরিয়া কম থাকে৷

অনেক সময় বিশ্রাম নেওয়ার সময় ওরা নাকের উপর লেজ রেখে দিত, যাতে শরীর উষ্ণ থাকতে পারে। লেজ ঘুরিয়ে শোওয়ার এই অভ্যাস ধীরে ধীরে স্থায়ী রূপ নেয়।

কুকুরদের লেজ সব সময় মাটি থেকে উপরে রাখার একটা প্রচেষ্টা থাকে৷ তাছাড়া, কুকুরের লেজ বাঘ, সিংহের মতো লেজধারী প্রাণীর মতো দৌড়নোর সময় হালের কাজও করে৷ অর্থাৎ, কুকুর যখন দৌড়য়, তখন, তার শরীরের ভারসাম্য রক্ষা করে তার লেজ, হাওয়ার বেগ কাজে লাগাতে, নিজেদের লেজ প্রয়োজন মতো ব্যবহারও করে কুকুররা

এখন প্রশ্ন কুকুরদের লেজ সোজা করা যায় কি না৷ উত্তর হল, যে সমস্ত কুকুরের প্রজাতির লেজ বাঁকা, তাদের লেজ স্বাভাবিক ভাবে সোজা করা যায় না৷ এখন অস্ত্রোপচার করে কৃত্রিম ভাবে কেউ যদি তা করতে চায়, তাহলে অবশ্যই করা যায়৷ তবে এমন কাজ নিঃসন্দেহে অমানবিক ও বেআইনি৷

বহু প্রজাতির কুকুর আছে যাদের লেজ কিন্তু সোজা। এই জাতীয় কুকুরগুলির লেজ স্বাভাবিকভাবেই সোজা হয়। এটা কোনও অসুখের লক্ষণ নয়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন