অনেকেই চকোলেট খেতে পছন্দ করলেও শরীরের জন্য ক্ষতিকর তাই এড়িয়ে যাই

এই চকোলেট বিভিন্ন রোগ থেকে দূরে রাখবে আপনাকে।

ডায়েটে রাখুন ডার্ক চকোলেট আর দেখুন ম্যাজিক

ডার্ক চকোলেট একটা পরিমাণ মতো ব্যবহার করলে আপনারা হার্ট ভাল থাকবে।

ডাক চকোলেট একটি দারুণ স্ট্রেস বুস্টার। মানসিক চাপ উদ্বেগ কমাতে দারুণ কার্যকরী এই চকোলেট

এই ডার্ক চকলেট খেলে দীর্ঘক্ষণ খিদে পায় না।

এতে প্রচুর পরিমাণে ম্যানোস্যাচুরেটেড ফ্যাটি এসিড পাওয়া যায় যা মেটাবলিজমকে শক্তিশালী করে ফ্যাট বার্ন করে

এই ডার্ক চকলেট খেলে স্মৃতিশক্তি ও ৩০ শতাংশ বৃদ্ধি পায়

প্রেসার নিয়ন্ত্রণে রাখতে, এবং শরীরে ভাল কোলেস্টেরল বাড়াতে ভীষণ সহায়ক এই চকোলেট

এর মধ্যে থাকা কিছু বায়ো অ্যাকটিভ যৌগ সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে বাঁচায়

তবে যাদের অ্যালার্জি কিংবা মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা এই চকোলেট খাবার আগে ডাক্তারের পরামর্শ নিন।