দুর্গন্ধের জন‍্য এড়াবেন না! এই পাতায় সারবে বহু রোগ

গাঁদাল পাতার ঔষধি গুন শুনলে চমকে যাবেন আপনিও

এই পাতায় রয়েছে অস্বস্তিকর দুর্গন্ধ

তবে পেটের সমস্যা দূর করতে এই পাতার জুড়ি মেলা ভার

ডায়েরিয়া নিরাময়ে এবং বাতের ব্যথার পক্ষে দারুন উপকারী

গাঁদাল পাতার রস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়

গাঁদাল পাতার রস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়

সকালে সামান্য লবণের সঙ্গে এই পাতার রস মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা অনেকটাই দূর হয়

সর্দি, কাশি, জ্বর মানেই শরীর দুর্বলের পাশাপাশি মুখে অরুচি দেখা দেয়

এই পাতা বেটে বড়া তৈরি করে খেলে মুখের স্বাদ ফিরে আসে।

অনেকেরই ইউরিন সমস্যা শরীরের এক বড়ো সমস্যা

সমস্যা দূর করতে দুধের সঙ্গে গাঁদাল পাতার রস মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়

শরীরের কোনও অঙ্গ অবশ হয়ে গেলে গাঁদাল পাতার রস খেলে বা ওই স্থানে পাতা মালিশ করলে আস্তে আস্তে সচল হয় অঙ্গ