টয়লেটেও কি ফোন নিয়ে যান?

ওয়াশরুমে মোবাইল যদি আপনার নিত্যসঙ্গী হয়, তা হলে সাবধান। ক্ষতিকারক রোগ বাসা বাঁধতে পারে শরীরে।

সেই জায়গায় মোবাইল রাখার ফলে তাতে দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাকটেরিয়া। ফোনের স্ক্রিনে ক্ষতিকর ভাইরাসও জন্মায়।

এছাড়াও গ্যাসট্রোইনটেসটিনাল সমস্যা দেখা দিতে পারে। ফোনের ওপরই ফুল ফোকাস থাকার জন্য শরীরের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে।

শরীরের অভ্যন্তরীন ক্রিয়ায় ব্যাঘাত ঘটার ফলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে।

সারা দিনের কাজকর্মের পর বাথরুমেও মোবাইলের দিকে নজর থাকলে নিজেদের মন ও শরীর কোনটাই ঠিকমতো বিশ্রাম পায় না।

যাঁদের আগে থেকেই পাইলসের সমস্যা রয়েছে, তাঁদের তো কখনওই ফোন নিয়ে বাথরুমে ঢোকা উচিত নয়৷ এর জেরে মলদ্বার থেকে রক্তপাতও হতে পারে৷

বাথরুমের ফ্লাশ, কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্ক্রিনে হাত দিলে সেখানেও জন্মাতে পারে সালমোনেল্লার মতো ভয়ঙ্কর ব্যাকটিরিয়া।

রানিকে 'দেড় ফুটিয়া' বলে ডাকতেন এই বলিউড অভিনেতা! তারপরেই হয়েছিল সেই কাণ্ড...