পৃথিবী থেকে সব বিড়াল উধাও হয়ে গেলে কী হবে...? 

বিড়াল বাড়িতে পোষ্য হিসেবে যেমন জনপ্রিয়, তেমনই ‘বাঘের মাসি’ নামে পরিচিত এই প্রাণীটির জন্য মানুষের মনে আলাদাই কদর।

অতিপরিচিত প্রাণীটি দেখতে অতিসাধারণ হলেও জানেন কী পৃথিবীর খাদ্যশৃঙ্খলের জন্য এই প্রাণীটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

এই প্রাণীটি বেঁচে থাকার জন্য সাধারণত মানুষের খাবার ও আবর্জনার ওপর নির্ভর করে।

কিন্তু জানেন কি অতিসাধারণ প্রাণীটি যদি পৃথিবী থেকে হঠাৎ উধাও হয়ে যায়, তাহলে প্রকৃতিতে কী ধরনের বিরূপ প্রভাব পড়বে?

More Stories.

মাখনের মতো গলবে মেদ...! জিম-ডায়েট ছাড়ুন! ২১ দিনেই চমকে দেবে 'আয়ুর্বেদিক' ফর্মুলা!

বাচ্চারা কেন বলুন তো ঘন ঘন 'চোখ' ঘষে? ভাবছেন ঘুম...? বিজ্ঞানীরা বলে দিলেন আসল কারণ!

আমেরিকার পারডু বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক অ্যালেন বেক বলেন, বিড়াল প্রকৃতির অন্যতম শিকারি প্রাণী।

বিড়ালগুলি সাধারণত শস্যাগার ও শস্য সঞ্চয়ের স্থানে থাকা ইঁদুর মেরে ফেলে বিড়াল। আর তাই হঠাৎ করে বিড়াল হারিয়ে গেলে ইঁদুরের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে

বিড়ালগুলি সাধারণত শস্যাগার ও শস্য সঞ্চয়ের স্থানে থাকা ইঁদুর মেরে ফেলে বিড়াল। আর তাই হঠাৎ করে বিড়াল হারিয়ে গেলে ইঁদুরের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে

নিউজিল্যান্ডের একটি গবেষণায় দেখা যায়, দেশটির ছোট একটি দ্বীপে বিড়াল নির্মূল করার পর সেখানে ইঁদুরের সংখ্যা অল্প সময়ের মধ্যে প্রায় চার গুণ পর্যন্ত বেড়ে যায়।

ইঁদুর সামুদ্রিক পাখির ডিমও শিকার করে।

তাই পৃথিবী থেকে যদি সব বিড়াল হারিয়ে যায় তবে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সামুদ্রিক পাখির ডিমও ক্ষতিগ্রস্থ হবে।

দামি দামি আমন্ড...? না সস্তার চিনাবাদাম...! কোন 'ড্রাইফ্রুট' খাবেন?