কম দামের ছোট এই মাছই সর্বরোগহরা!

মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালির খাওয়া যেন অসম্পূর্ণ। 

রুই-কাতলা-ইলিশ-চিংড়ি, এই সমস্ত মাছ দুপুরে গরম ভাতে খাওয়ার অভ্যাস থাকলেও আমুদি মাছ সচরাচর বাঙালির পাতে খুব একটা দেখা যায় না।

আমুদি মাছের গুণাগুণ অনেক, যা জানলে অবাক হবেন আপনিও। 

চিকিৎসক পেয়ারীমোহন বিশ্বাস জানাচ্ছেন, আমুদি মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি

এই মাছ সর্দি-কাশিরও উপশম করে।

আমুদি মাছে আছে প্রচুর প্রোটিন

আমুদি মাছে আছে প্রচুর প্রোটিন

ফ্যাট প্রায় নেই বললেই চলে

রয়েছে ওমেগা থ্রি, ফ্যাটি অ্যাসিড, যা হৃৎপিণ্ডকে ভাল রাখে।

ক্যানসারের মতো রোগ প্রতিরোধেও উপকারী এই মাছ।

কারণ এতে আছে অ্যান্টিঅক্সিড্যান্ট। 

কারণ এতে আছে অ্যান্টিঅক্সিড্যান্ট। 

হোলি খেলুন প্রিয় পোশাকেই, দাগের চিন্তা ভুলে যান! ৩ টিপসেই গায়েব হবে জেদি রং