কেন 'এক শালিক' দেখাকে অশুভ মানা হয়?

অনেকেই মানি, সকালে এক শালিক দেখা অশুভ, আবার জোড়া শালিক দেখলে ভাগ্য ফিরে যায়, দিন ভাল কাটে। কিন্তু কেন এমনটা মানা হয়? কেন এক শালিক-কে অশুভ আর দুই শালিককে শুভ হিসাবে ধরা হয়?

আমরা সব সময় জোড়া জিনিসকে শুভ মানি আর জোড়া বিহীন জিনিসকে অশুভ মনে করি। তাই বাড়ির দরজায় কোন-ও মাঙ্গলিক অনুষ্ঠানের আগে জোড়া কলা গাছ পোঁতা হয়। সেই ধারণা থেকেই, মানুষ এক শালিককে অশুভ মানে। জোড়া শালিককে শুভ মানে।

অনেকেই বলেন এক শালিক অশুভ, জোড়া শালিক শুভ আর তিন শালিক চিঠি বা অতিথির আগমণ বার্তা নিয়ে আসে। আর চার শালিক আনন্দের সংবাদ নিয়ে আসে। ছোট থেকেই সবার মনে এই ধারণা লালিত।

আসলে শালিক সবসবময় দলবদ্ধ হয়ে থাকে। সেইদিক থেকে যখন কোন-ও একটি একা শালিককে দেখা যায়, সেটিকে অশুভ মনে করা হয়। তবে মানুষ এর থেকেও বাঁচার রাস্তা বার করেছে। অনেকেই বলেন, এক শালিক দেখলে সঙ্গে সঙ্গে কলাগাছ দেখে নিলে নাকি খারাপ প্রভাব পড়ে না।

অনেকে আবার বলে এক শালিক যদি চার পাঁচজন একসঙ্গে বা একই সময়ে দেখে তাহলে তার খারাপ প্রভাব আর থাকে না।

তবে,এক শালিক দেখা অশুভ আর দুই শালিক দেখা শুভ... এই ধারণার কোন-ও বৈজ্ঞানিক ব্যখ্যা নেই। সবটাই মানুষের মনের কুসংস্কার। ছোট থেকে সবার কথা শুনে মনে তৈরি হওয়া বদ্ধমূল ধারণা।  এই বিশ্বাস সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কোনও উল্লেখ নেই।

তবু মানুষ মনে করেন যে এক শালিক দেখার অর্থ দিন খারাপ যাওয়া। তাই সকালেবেলা কোনও কাজের জন্য বার হওয়ার সময়  যদি সামনে এক শালিক চলে আসে, ভয় পেয়ে যান অনেকেই। পাশাপাশি দুই শালিক দেখলে মন ভাল হয়ে যায়।

এই স্বপ্ন দেখলে নাকি রাজার সুখ মেলে