AC কেনার পরিকল্পনা করছেন? গরমকাল তো এসেই গেল।
Split নাকি Window কোন ধরনের AC কিনলে আপনার লাভ!
Window AC নাকি Split AC, কোনটা আপনার বাড়ির জন্য ভাল!
সবার আগে বলতে হবে দামের পার্থক্যের কথা। এই দুই ধরণের এসি-র দামের তফাত আছে।
উইন্ডো এসির দাম অনেকটাই কম স্প্লিট এসির তুলনায়।
উইন্ডো এসির জন্য জায়গা লাগে বেশি। স্প্লিট এসি কম জায়গায় ফিট করা যায়।
স্প্লিট এসি সাধারণত উইন্ডো এসি-র থেকে অনেকটাই সাশ্রয়ী। Split AC কম শক
্তি খরচ করে ঘর ঠান্ডা করতে পারে।
ফাইভ স্টার এসি হলে বিদ্যুতের বিল আসতে পারে অনেকটাই কম।
স্প্লিট এসি উইন্ডো এসি-র থেকে কম শব্দ করে। এটাও একটা বড় ব্যাপার।
Window AC-র সব ইউনিট এক জায়গায় থাকে। এতে যে ঘরের জানলায় সেটি ইনস্টল করা হয়েছে, সেখানে শব্দ বেশি হয়।
নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান
পড়তে ক্লিক করুন