বচ্চনদের হেঁসেলে জয়ার হাতের ৩ মধ্যবিত্ত বাঙালি রান্না

‘হোয়াট দ্য হেল নভ্যা’ শো-এর দ্বিতীয় কিস্তিতে বচ্চন পরিবারের খানাপিনা প্রকাশ্যে।

কোটিপতির ঘরে আজও মধ্যবিত্ত বাঙালির একাধিক খাবারের দৌরাত্ম্য চলে।

আজও বাঙালিদের সাদামাটা খাবারেই তাঁর মন ভাল থাকে, জানালেন নাতনি নভ্যা নভেলি নন্দা।

অমিতাভ বচ্চনের নাতনি জানালেন, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের পদই বেশি রান্না হয় বাড়িতে।

More Stories.

কাপুর পরিবারে বউদের সঙ্গে কী ঘটে জানেন! বিয়ের প্রস্তাবের সঙ্গে 'অন্যায় শর্ত'! সুপারস্টারের মুখের উপর 'না' নায়িকার

ফোনের স্পিকার বিগড়েছে? দোকানে গেলেই কাঁড়ি কাঁড়ি খরচ...! ৫ সহজ টিপস মেনে ঘরেই নিজে সারিয়ে নিন

৫০ হাজার গান ঝুলিতে, রবীন্দ্রসঙ্গীত দিয়ে প্রশিক্ষণ শুরু, ৪ সন্তানের বাবার প্রেমে পড়ে দ্বিতীয় বউ রূপে সংসার

নভ্যার পছন্দ, মাছের পাতুরি, দিদার হাতে ভাতে-ভাত অথবা দিদার হাতেই চাল-ডাল সিদ্ধ করা সাদামাটা খিচুড়ি।

কোটি টাকার মালিক হয়ে গেলেও বাংলার সেই ‘ধন্যি মেয়ে’ আজও চাল-ডাল-আলু সিদ্ধ খেয়েই মন ভরান।

শুধু খেয়ে নয়, খাইয়েও আনন্দ আরও পাঁচটি বাঙালি বাড়ির দিদার মতো।

ট্রেনে প্রথম লেডিস কম্পার্টমেন্টে কী কী নিয়ম ছিল জানেন কি!