অবহেলা নয়! এই ফল বাঁচিয়ে দিতে পারে জীবন

অনেকেই এমন আছেন যারা বেল ছুঁয়েই দেখেন না, তবে এমন করলে ভুল হবে আপনারই 

শরীর ঠিক রাখতে বেল বিশেষ কাজ করে। বেলের রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ

পেট পরিষ্কার করতে বেল বিশেষ ভাবে উপকারী, নিয়মিত বেলের শরবত খেলে পেটের সমস্যা দূর হয়

কাঁচা বেল ডায়েরিয়ার জন্য ভাল ওষুধ। ডায়েরিয়ার সমস্যায় ভুগলে বেল খান

কাঁচা বেল পিস পিস করে কেটে রোদে শুকিয়ে নিয়ে খেতে পারেন, এতে আলসার থেকে মুক্তি মেলে  

পাকা বেলে আছে মেথানল, যা যা ব্লাড সুগার কমাতে সাহায্য করে

পাকা বেলে আছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান, যা যক্ষ্মা কমাতে সাহায্য করে

প্রেশারের ওষুধ খান রোজ? শীতে গরম জলে স্নান করছেন?