ক্রিকেট আমরা সকলেই কম-বেশি খেলি। ক্রিকেট ফ্যান তো সকলেই। বলুন তো দেখি CRICKET-এর ফুল ফর্ম কী?

ভারতের সবথেকে জনপ্রিয় খেলার নাম যে ক্রিকেট তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় ক্রিকেটাররা এখানে ভগবানের মর্যাদা পান।

ক্রিকেট সম্পর্কে অনেক কিছুই রয়েছে যা আমাদের অজানা। বিশেষ করে ক্রিকেটের ফুল কিন্তু অজানা অনেকের।

আপনি কখনও ভেনে দেখেছেন CRICKET-এরফুল ফর্ম। Abbreviations.com অনুসারে, CRICKET এর পূর্ণরূপ জানলে আপনিও অবাক হবেন।

একইসঙ্গে বুঝতে পারবেন কেন ক্রিকেটকে জেন্টলম্যানস গেম অর্থাৎ ভদ্রলোকের খেলা বলা হয়।

Abbreviations.com অনুসারে, CRICKET এর প্রত্যেকটি অক্ষরের আলাদা আলাদা মানে রয়েছে।

C- Customer Focus  R- Respect for Individual  I- Integrity  C- Community Contribution  K- Knowledge Worship  E- Entrepreneurship & Innovation  T- Teamwork

কেন এই খেলাকে জেন্টলম্যানস গেম বলা হয় তা CRICKET-এর প্রতিটি শব্দে লুকিয়ে রয়েছে।

এর এক একটি অক্ষরের যা মানে সেই সকল গুন একজন জেন্টালনম্যানেরই থাকে।

এই অর্থই এটিকে ভদ্রলোকের খেলায় পরিণত করে। সেই কারণেই ক্রিকেটকে জেন্টালম্যান্স গেম বলা হয়ে থাকে।

নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান