পিরিয়ড কি সত্যিই ছোঁয়াচে?

খেয়াল করে দেখবেন, আপনার রুমমেট বা সহকর্মীর সঙ্গে পিরিয়ডের তারিখ মিলে যাচ্ছে কিনা।

ধারণা, মহিলারা একসঙ্গে থাকলে কাছাকাছি সময়ে ঋতুচক্র শুরু হয়ে যায়।

একে বলে পিরিয়ডস সিঙ্কিং, মেনস্ট্রুয়াল সিঙ্ক্রনি অথবা ম্যাকক্লিনটক এফেক্ট।এটি আদৌ সত্যি?

একজন মহিলা অন্যজনের সংস্পর্শে এলে ফেরোমোনগুলি একে অপরকে প্রভাবিত করে।

More Stories.

ডায়মন্ড কার্ডের ৮-এর মধ্যে একী লুকনো থাকে! হদিশ মিলল রহস্যময় বিষয়টির, আপনি পেলেন কি!

গরমে এবার নয়া ট্রেন্ড এই হেয়ারকাট, এই চুলের স্টাইলই এখন স্বস্তির ঠিকানা

ইফতার স্পেশ্যাল ফ্রুট স্যালাড! পবিত্র রমজান মাসে এই খাবারেই ভরসা রাখতে পারেন, রইল রেসিপি

মার্থা ম্যাকক্লিনটক নামে একজন গবেষক ১৩৫ জন কলেজ পড়ুয়াদের উপর গবেষণা চালান।

একসঙ্গে রাখা হয় তাঁদের। মাসিক ট্র্যাক করা হয়েছে। মিলে যায় তারিখ।

এর পরে পিরিয়ড সিঙ্কিংকে ‘ম্যাকক্লিনটক এফেক্ট’ হিসাবে উল্লেখ করা হয়েছিল।

২০০৬ চিনে এক ডর্মেটরির ১৮৬ জন মহিলার থেকে তথ্য সংগ্রহ করে ধারণা ভুল প্রমাণ করা হয়।

কিন্তু পরে আরও গবেষণায় এটি সঠিক প্রমাণিত হয়। অর্থাৎ নির্দিষ্ট করে কিছুই বলা যায়নি।

ফেরোমোন পিরিয়ডকে সত্যিই প্রভাবিত করতে পারে কিনা বলা যায় না, তবে এই ঘটনা বারবার লক্ষ্য করা গিয়েছে।

সারাদিন এসি-তে বসে? গরমের হাত থেকে বাঁচতে গিয়ে আরও ভয়ঙ্কর ক্ষতি শরীরে