সারাদিন এসি ঘরে? শরীরে দানা বাঁধছে এক ডজন রোগ

পরিবেশ ছাড়াও এসি আপনার শরীরের একাধিক ক্ষতি করছে।

বাতাস থেকে আর্দ্রতা সরিয়ে চোখে শুষ্কতা বাড়ায়, শুরু হয় চুলকানি ও জ্বালা।

অস্বাস্থ্যকর পরিবেশে সারাদিন এসি-র মধ্যে কাজ করলে মাসে অন্তত ১-৩ দিন মাথাব্যথা হবেই।

শরীরে ক্লান্তি বাড়ায়। শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দেয়।

সারাদিন এসি-তে থাকলে সর্দি, কাশি এবং ফ্লু হওয়ার সম্ভাবনা বাড়ে।

এসি আর্দ্রতা শুষে নেয় বলে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়।

ফলে কিডনি ফেইলিউর, কিডনিতে পাথর এবং হিটস্ট্রোক হতে পারে।

ঘণ্টার পর ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসলে বার্ধক্য দেখা দেয় সময়ের আগেই।

১৬-১৭ ঘণ্টা এসি-তে থাকলে ত্বক বুড়িয়ে যেতে পারে। ঔজ্জ্বল্য কমে গিয়ে বলিরেখা বাড়ে।

ট্রেনে প্রথম লেডিস কম্পার্টমেন্টে কী কী নিয়ম ছিল জানেন কি!